মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৩ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

বেনাপোল সীমান্তে আড়াই কোটি টাকার সোনাসহ পাচারকারী আটক

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ১৭:৫৫

যশোরের বেনাপোল সীমান্ত থেকে আড়াই কোটি টাকা মূল্যের সাড়ে ৩ কেজি সোনাসহ একজনকে আটক করেছে বিজিবি। 

শনিবার (১০ সেপ্টেম্বর) বালুন্ডা বাজার এলাকায় অভিযান চালিয়ে আশিকুর রহমান নামে ওই পাচারকারীকে আটক করা হয়। পাচারকারী আশিকুর রহমান বালুন্ডা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

বেনাপোল সীমান্তে আড়াই কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক। ছবি- ইত্তেফাক

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান সোনা আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, পোর্ট থানার বালুন্ডা সীমান্ত দিয়ে সোনার একটি বড় চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক তার নেতৃত্বে একটি দল নিয়ে বালুন্ডা বাজার এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল আরোহী আশিকুর রহমানকে আটক করে। পরে তল্লাশি চালিয়ে তার শরীরে লুকিয়ে রাখা ৩০টি সোনার বার জব্দ করা হয়।

তিনি জানান, জব্দ করা এসব সোনার ওজন ৩ কেজি ৪৯৮ গ্রাম। যার বাজার দাম প্রায় ২ কোটি ৫৩ লাখ টাকা। উদ্ধারকরা সোনাসহ আটক আসামিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

ইত্তেফাক/এমএএম