শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

২ হাজার কিলোমিটার এলাকা পুনর্দখলের দাবি ইউক্রেনের

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪৩

ইউক্রেনের সেনাবাহিনী সেপ্টেম্বরে প্রায় দুই হাজার কিলোমিটার এলাকা পুনর্দখল করেছে বলে দেশটির প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি দাবি করেছেন। স্থানীয় সময় শনিবার (১০ সেপ্টেম্বর) এ দাবি করে জেলেনস্কি বলেন, পাল্টা আক্রমণের মুখে পালিয়ে রুশ সেনাবাহিনী সঠিক কাজটিই করছে।

জেলেনস্কি তার ভাষণে বলেন, সেপ্টেম্বর শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেন বাহিনী প্রায় দুহাজার কিলোমিটার এলাকা মুক্ত করতে পেরেছে।

তবে তিনি বর্গকিলোমিটারের কথাই বুঝিয়েছেন কিনা তা স্পষ্ট করেননি। 

বৃহস্পতিবার দেশটির সেনাপ্রধান ভ্যালেরি জালুঝনি বলেছেন, তাদের বাহিনী রুশ সেনাবাহিনীর দখল থেকে এক হাজার বর্গ কিলোমিটার এলাকা পুনর্দখল করেছে।

এদিকে জেলেনস্কি বলেন, গত কয়েকদিনে রুশ সৈন্যরা তাদের সবচেয়ে ভালো দিকটিই দেখিয়েছে। তারা পিছু হটেছে। পালিয়ে যাওয়াই তাদের জন্যে সবচেয়ে ভালো সিদ্ধান্ত। 

তিনি আরও বলেন, দখলদারদের কোন স্থান ইউক্রেনে নেই। কখনও হবেও না।

ইত্তেফাক/এএইচপি