বুধবার, ৩১ মে ২০২৩, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

পরিদর্শক থেকে এএসপি হলেন ৫৫ জন

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ১৮:২৭

পুলিশের ৫৫ পরিদর্শককে (নিরস্ত্র) বিসিএস পুলিশ ক্যাডারের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। রোববার (১১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে কর্মরত নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে বিসিএস (পুলিশ) ক্যাডারের সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি প্রদানপূর্বক তাদের চাকরি পুলিশ অধিদপ্তরে ন্যস্ত করা হলো।

পদোন্নতিপ্রাপ্ত পুলিশ পরিদর্শকরা দীর্ঘদিন ধরে ওসি এবং সমপদমর্যাদায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কর্মরত ছিলেন।

প্রজ্ঞাপনে আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও যারা পদোন্নতি পেয়েছেন তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদানপত্র প্রেরণ করতে বলা হয়েছে।

ইত্তেফাক/এমএএম