বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বন্যার পর ডেঙ্গুর কবলে পাকিস্তান

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ২০:০০

পাকিস্তানে ভয়াবহ বন্যায় এক হাজার ৩০০ জনের বেশি লোকের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে দেশটির প্রায় সাড়ে তিন কোটি মানুষ। এই ধকল কাটিয়ে উঠতে না উঠতেই এরমধ্যে দেশটিতে ডেঙ্গুর প্রকোপ হু হু করে বাড়ছে।

পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানি প্রতিনিয়ত বাড়তে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ। এতে জনসাধারণের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। কেননা দেশটিতে জ্বরের ওষুধের সংকট চলছে বলে রিপোর্ট এসেছে।

দেশটির পাঞ্জাব, সিন্ধু, খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে ডেঙ্গুর পরিস্থতি বিপজ্জনক দিকে মোড় নিয়েছে। গত ২৪ ঘণ্টায় করাচিতে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। 

খবরে বলা হয়েছে, করাচির হাসপাতালের ওয়ার্ড ডেঙ্গু রোগী দিয়ে ভরাট হয়ে গেছে। পাঞ্জাবে নতুন করে মশার কামড়জনিত ১২৫ জন নতুন রোগী পাওয়া গেছে। এই অঞ্চলে ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু হয়েছে বলে প্রদেশটির স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানে বলা হয়েছে।

দেশটির বেশিরভাগ অঞ্চলে জ্বরের ওষুধের সংকট চলছে। পেশওয়ারে এক পাতা জ্বরের ওষুধ দেশটির মুদ্রায় ১৭ টাকা থেকে বেড়ে ৩০ টাকা হয়েছে।

ইত্তেফাক/এএইচপি