বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনা আক্রান্ত সিইসি

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৬:০৩

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) তার একান্ত সচিব রিয়াজ উদ্দীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘বৃহস্পতিবার সকালে সিইসির কোভিড পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তবে শারীরিক কোনো জটিলতা নেই। রিপোর্ট পজিটিভ আসায় আপাতত বাসায় থেকে চিকিৎসা নেবেন।’

কাজী হাবিবুল আউয়াল। ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, সিইসির অনুপস্থিতিতে তার রুটিন দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান।  

গতকাল বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কর্মপরিকল্পনা’ প্রকাশ করে ইসি। এই কর্মপরিকল্পনা প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাবিবুল আউয়ালের উপস্থিত থাকার কথা ছিল। তবে অসুস্থতার কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি ওই অনুষ্ঠানে জানানো হয়। 

ইত্তেফাক/এএএম