শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

জেলা পরিষদ নির্বাচন: মাদারীপুরে চেয়ারম্যান-সদস্য প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৮:০৩

মাদারীপুরে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। 

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. রহিমা খাতুনের কাছে এই মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।

এদিকে মাদারীপুরে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একজন ও ৫টি উপজেলার সাধারণ সদস্য পদে ১৬ ও সংরক্ষিত নারী আসনে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এরমধ্যে সাধারণ সদস্য পদে সদর উপজেলায় ৩ জন, রাজৈরে ৪, শিবচরে ১, কালকিনিতে ৪ ও ডাসার উপজেলায় প্রার্থী হিসেবে ৪ জন কাগজপত্র দেন। অপরদিকে সংরক্ষিত নারী আসনে সদর, কালকিনি ও ডাসার উপজেলার প্রার্থী হিসেবে ৬ এবং শিবচর ও রাজৈর উপজেলার প্রার্থী হিসেবে দুইজন প্রার্থী মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেন।

তফসিল ঘোষণা অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষদিন ছিল ১৫ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর। আর বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর। এছাড়া আপিল নিষ্পত্তি ২২-২৪ সেপ্টেম্বর। এদিকে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। এছাড়া ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ হবে এবং সবঠিক থাকলে ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে জেলা পরিষদ নির্বাচন। 

ইত্তেফাক/এমএএম