শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বড় পরিবর্তন নিয়ে আফগানদের বিশ্বকাপ দল

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৭:৫০

সদ্য শেষ হওয়া এশিয়া কাপের শুরুটা বেশ ভালো করেছিলো আফগানিস্তান। তবে সুপার ফোরের ব্যর্থতার কারণে আসন্ন বিশ্বকাপ দলে বেশ কয়েকটি পরিবর্তন আনতে এনেছে আফগান নির্বাচকরা। 

অস্ট্রেলিয়ার মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান। মোহাম্মদ নবীর নেতৃত্বেই বিশ্বকাপ মিশনে যাবে আফগানরা। এশিয়া কাপের দলে থাকা ৫ ক্রিকেটার অবশ্য বাদ পড়েছেন নবীর দল থেকে।  

এশিয়া কাপের গ্রুপ পর্বে শ্রীলঙ্কা আর বাংলাদেশকে হারিয়ে দুর্দান্ত শুর করলেও সুপার ফোরের তিনটি ম্যাচেই হেরে দেশে ফিরতে হয়েছে আফগানদের। এশিয়া কাপের আফজ্ঞান দলটি ছিলো অবশ্য বেশ তরুণ। তবে ব্যর্থতার সেই দায় মেটাতে এবার বেশ বড়সড় পরিবর্তন এনেই বিশ্বকাপের দল ঘোষণা করলো আফগান ক্রিকেট বোর্ড। 

এশিয়া কাপের স্কোয়াড থেকে বাদ পরা ৫ ক্রিকেটার হচ্ছেন সামিউল্লাহ শেনওয়ারি, করিম জানাত, হাশমতউল্লাহ শহিদি, নুর মোহাম্মদ ও আফসার জাজাঈ। এদের পরিবর্তে বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার কাইস আহমেদ, মিডল অর্ডার ব্যাটার দারউইশ রাসুলি আর পেসার সলিম শাফি। 

আগামী ২২ অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে রশিদ-নবীরা।

আফগানিস্তান স্কোয়াড: মোহাম্মদ নবি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাঈ, রশিদ খান, ফজলহক ফারুকি, হযরতউল্লাহ জাজাঈ, ইবরাহিম জাদরান, ফরিদ আহমেদ মালিক, মুজিব-উর-রহমান, উসমান গনি, নাবিন উল হক, কাইস আহমেদ ও সলিম শাফি।

স্ট্যান্ড বাই: গুলবাদিন নাইব, আফসার জাজাঈ, রহমত শাহ ও শরাফউদ্দিন আশরাফ। 

ইত্তেফাক/এসএস