শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ট্রাম্পের পক্ষে বিচারকের রায়

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪৯

সাবেক মার্কিন প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডা এস্টেট থেকে এফবিআই দ্বারা জব্দ করা রেকর্ডগুলো পুনরায় পর্যালোচনা শুরু করতে অস্বীকার করেছেন বিচারক। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) এই রায় দেওয়া হয়। সূত্র রয়টার্স।


প্রতিবেদনে বলা হয়, ফেডারেল বিচারক আইলিন ক্যানন সিনিয়র জেলা বিচারক রেমন্ড ডেরিকে এফবিআই’র জব্দ করা রেকর্ডগুলো পর্যালোচনা করার জন্য তৃতীয় পক্ষ হিসেবে নিয়োগ করেছেন। এতে ট্রাম্প বিশেষাধিকার পেতে পারে এবং ফেডারেল তদন্তকারীদের কাছ থেকে দূরে রাখা যেতে পারে।

রেকর্ডগুলো পুনরায় পর্যালোচনা শুরু করতে অস্বীকার

বিচারক ক্যানন তাদের অনুরোধের বিরুদ্ধে রায় দেওয়ার পর বিচার বিভাগ মামলাটিকে আপিল আদালতে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তারা ৮ আগস্ট আদালত অনুমোদিত অনুসন্ধানে সংগৃহীত ১১ হাজার রেকর্ডের মধ্যে অন্তর্ভুক্ত প্রায় ১০০টি শ্রেণীবদ্ধ নথি যাচাই করা থেকে স্বাধীন সালিস ডেরিকে ব্লক করারও চেষ্টা করেছিল।

বিচারক ক্যানন বৃহস্পতিবার জানান, আদালত দ্রুত ও সুশৃঙ্খলভাবে একটি নিরপেক্ষ তৃতীয় পক্ষের মাধ্যমে আরও পর্যালোচনা ছাড়াই এই গুরুত্বপূর্ণ ও বিতর্কিত বিষয়গুলোতে সরকারের সিদ্ধান্ত গ্রহণ করা উপযুক্ত বলে মনে করেন না।

ইত্তেফাক/ডিএস/এসসি