শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বাকপ্রতিবন্ধী রোগীর সঙ্গে প্রতারণা, ডায়াগনস্টিক সেন্টারের মালিক আটক 

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৯:২৪

বরিশাল নগরীতে বাকপ্রতিবন্ধী রোগীর সঙ্গে প্রতারণার দায়ে সাউথ ইবনে সিনা নামের একটি ডায়াগনস্টিক সেন্টারের মালিককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রোগীর সঙ্গে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ায় ওই সেন্টারের মালিককে আটক করা হয়। 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, বরগুনা থেকে চিকিৎসককে দেখাতে বৃহস্পতিবার বরিশালে আসেন বাকপ্রতিবন্ধি আমেনা বেগম। তিনি নগরীর মোখলেছুর রহমান ক্লিনিকে প্রবেশের সময় ডায়াগনস্টিক সেন্টারের এক দালাল ভুলিয়ে ভালিয়ে আমেনাকে সাউথ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান। সেখানে এক চিকিৎসক তাকে দেখে ১০ হাজার টাকার ৯টি পরীক্ষা করতে দেয়। ২৫ মিনিটের মধ্যে ৯টি পরীক্ষারই রিপোর্ট দেওয়া হয়। এতে সন্দেহ হয় আমেনার। বিষয়টি রোগী তার এক আত্মীয়কে জানালে তারা বুঝতে পারেন প্রতারণার ফাঁদে পড়েছেন। পরে আমেনা বেগম থানায় লিখিত অভিযোগ দেন। 

কোতোয়ালি মডেল থানা পুলিশের এসআই রেজাউল বলেন, ‘অভিযোগ পাওয়ার পর দুপুরে সাউথ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে সেটার মালিক শাওনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখছে।’ 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, ‘এক রোগীর টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।’

ইত্তেফাক/এইচএম