রোববার, ০২ এপ্রিল ২০২৩, ১৯ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

ভিনিসিয়াসের নাচকে ‘বানর নাচ’ বলায় ফুঁসে উঠেছেন পেলে-নেইমাররা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১২:১০

ফুটবলের সঙ্গে ব্রাজিলের নামটা যেন সমার্থক। মাঠে যেমন প্রতিপক্ষকে সাম্বার ছন্দে নাকানি-চুবানি খাওয়াতে পারেন, তেমন তাদের উদযাপনের ধরণটাও যেন সবসময় বেশ আমুদে। সাম্বার সেই বিখ্যাত নাচ তো আছেই। এবার তেমনই উদযাপন করতে গিয়ে বর্ণবাদের শিকার হয়েছেন  রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। 

স্প্যানিশ ফুটবল এজেন্টদের সভাপতি পেদ্রো ব্রাভো স্প্যানিশ একটি টিভি অনুষ্ঠান এল চিরিঙ্গিতোয় ভিনিসিয়াসকে উদ্দেশ্য করে ‘বানর নাচানো’ বন্ধ করতে বলেছেন। তিনি বলেন, ‘আপনাকে আপনার প্রতিপক্ষকে সম্মান দিতে হবে। যখন আপনি গোল করবেন, যদি আপনি সাম্বা নাচতে চান, তাহলে আপনাকে ব্রাজিলের সাম্বোদ্রোমোয় যেতে হবে। কিন্তু এখানে আপনাকে আপনার সহকর্মীদের শ্রদ্ধা করতেই হবে, বানর নাচানো বন্ধ করতে হবে।’

পেদ্রো ব্রাভোর এমন মন্তব্যের পরই ফুঁসে উঠেছেন পেলে-নাইমারসহ ব্রাজিলিয়ান তারকারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা জানিয়েছেন অনেকেই।

ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে বলেন, ‘ফুটবল একটা আনন্দের উপলক্ষ। এটা একটা নাচ। এটা একটা উৎসব। যদিও এখনো বর্ণবাদ পৃথিবীর বুকে আছে, সেটাকে আমাদের হাসি বন্ধ করতে দেব না আমরা। আমরা হাসতে থাকব, এভাবেই আমরা বর্ণবাদ মোকাবেলা করতে থাকব। আমরা আমাদের খুশি থাকার অধিকারের জন্য লড়াই করছি।’

ভিনিসিয়াসকে উদ্দেশ্য করে ব্রাজিলিয়ান তারকা নেইমার তার ইন্সটাগ্রামে লিখেছেন, ‘ড্রিবল করো, নাচো আর তোমার মতো থাকো। নিজের মতো করে খুশি থাকো। এটা করতে থাকো। পরের গোলের পর আমরা এভাবে নাচবো।’ মাদ্রিদ তারকা ভিনিসিয়াস এর উত্তরে বলেছেন, ‘সবসময়!’ 

ব্রাজিলের তরুণ মিডফিল্ড সেনসেশন ব্রুনো গুইমারেজ লিখেছেন, ‘এই অসভ্যগুলোকে এই জায়গা থেকেই গ্রেপ্তার করা উচিত ছিল। এই লোকটা (পেদ্রো ব্রাভো) টিভিতে এসে এসব কথা বলছে, চিন্তা করুন, সে টিভির বাইরে থাকলে আর কি করতে পারে। এই লোকের যদি জেল না হয়, তাহলে বিষয়টা কোনভাবেই মেনে নেওয়া যাবে না।’

শুধু ফুটবলারই নয়, ভিনিসিয়াসের পাশে দাঁড়িয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনও (সিবিএফ)। ‘বাইলা ভিনি জেআর’ হ্যাশট্যাগ দিয়ে সিবিএফ তাদের এক টুইটবার্তায় লিখেছে, ‘নাচ হবে, ড্রিবলিং হবে, তবে সম্মানবোধটা থাকবে সবার ওপরে। বৃহস্পতিবার রাতে আমাদের খেলোয়াড় বর্ণবাদের শিকার হয়েছে। সিবিএফ তার পাশে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করছে।’

ইত্তেফাক/এসএস