রোববার, ০৪ জুন ২০২৩, ২০ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

দিল্লি ফিরে গেলেন বিক্রম দোরাইস্বামী

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৪:১৯

বাংলাদেশে ভারতের হাইকমিশনে দায়িত্ব পালন শেষে নয়াদিল্লি ফিরে গেলেন হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। হাইকমিশনার পদে দায়িত্বের মেয়াদ শেষ হওয়ায় আজ রোববার (১৮ সেপ্টেম্বর) তিনি ঢাকা ছেড়ে যান।

টুইটে দোরাইস্বামী লিখেছেন, আমাদের প্রতিদিনের প্রেরণা…আমরা যে পতাকা পরিবেশন করি। বিদায় টিম ভারতীয় হাইকমিশন ঢাকা। এই পতাকাকে উড্ডীন রাখুন।

বিদায় নেওয়ার আগের দিন শনিবার (১৭ সেপ্টেম্বর) সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তিনি। তার আগে তিনি গুরুদুয়ারা নানকশাহী ও ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন।

তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎও করেছিলেন।

২০২০ সালের অক্টোবরের শুরুর দিকে হাইকমিশনার হয়ে ঢাকায় আসেন দোরাইস্বামী। ভারতীয় গণমাধ্যমের তথ্য বলছে, ঢাকায় দায়িত্ব পালন শেষে বিক্রম কুমার দোরাইস্বামী যুক্তরাজ্যে ভারতের রাষ্ট্রদূত হতে যাচ্ছেন।

ইত্তেফাক/কেকে

এ সম্পর্কিত আরও পড়ুন