ঢাকা বাংলাদেশ বাথরুম ফিটিংস ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের (বিবিএফএমএ) কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
যাত্রাবাড়ীর নুর কমিউনিটি সেন্টারে শনিবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। পরে শনিবার গভীর রাতে ভোটের ফলাফল প্রকাশ করা হয়।
২০৬ ভোট পেয়ে শাহিদুল ইসলাম প্রথম ও ২০৩ ভোট পেয়ে আমান উল্যাহ দ্বিতীয় এবং ১৯৮ ভোট পেয়ে মামুন হোসেন তৃতীয় হয়েছেন। ৪২ জন প্রার্থী এবারের নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এতে মোট ভোটার সংখ্যা ছিল ৩০৫ জন।
নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন সোলায়মান পারসী ফয়সল। উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের পরিচালক আবু মোতালেব, হাফেজ হারুন, সফিকুল ইসলাম ভরসা, নিজাম উদ্দিন রাজেশসহ আমন্ত্রিত অতিথিরা।