শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ওয়েস্টমিনস্টার অ্যাবেতে আসন গ্রহণ করেছেন অতিথিরা

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৬:২৪

ওয়েস্টমিনস্টার অ্যাবির দরজা স্থানীয় সময় সকাল আটটা নাগাদ খুলে দেয়ার পর অতিথিরা প্রবেশ করতে শুরু করে। এই মুহুর্তে রানির কফিন নেওয়া হয়েছে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে আসন গ্রহণ করেছেন অতিথিরা।কিছুক্ষণের মধ্যেই শুরু হবে রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠান।

এই অনুষ্ঠানকে ঘিরে পার্লামেন্ট স্কয়ার এবং ভিক্টোরিয়া স্ট্রিটের স্বাভাবিক চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

ওয়েস্টমিনস্টার অ্যাবে

এর মধ্যেই রাজনীতিকরা অ্যাবিতে প্রবেশ করে আসন গ্রহণ করতে শুরু করেছেন। কুইন কনসর্ট ক্যামিলার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তার ছেলে টম পার্কার বোয়েলস প্রবেশ করেছেন।

যুক্তরাজ্যের বর্তমান ও সাবেক মন্ত্রীদের পাশাপাশি আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের রাজনীতিকরাও আসতে শুরু করেছেন। উইন্ডসরে যেখানে জনতাকে বাধা দেয়ার ব্যারিয়ার দেয়া হয়েছে, সেখানে হাজার হাজার মানুষ অংশ নিয়ে শবযাত্রা দেখার জন্য অপেক্ষা করছেন।

ইত্তেফাক/এএইচপি