শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রানির কফিন নিয়ে উইন্ডসরের পথে শোকমিছিল

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৮:০৩

রানির কফিন নিয়ে আরেকটি শোকমিছিল যাত্রা শুরু করেছে। এটি আগেরটির চেয়ে অনেক বড়, পাড়ি দেবে আরও অনেক দীর্ঘপথ। এই শোকমিছিলে আছে মোট সাতটি গ্রুপ। এক প্রতিবেদনে এমন অথত্য জানিয়েছে সঙ্গাদ মাধ্যম বিবিসি।

এবার শোকমিছিলের পেছনে পেছনে একটি গাড়িতে যাচ্ছেন কুইন কনসোর্ট ক্যামিলা এবং প্রিন্সেস অব ওয়েলস ক্যাথারিন। তাদের সামনে আছেন রাজা চার্লস, এবং রাজপরিবারের গুরুত্বপূর্ণ সদস্যরা। তারা কফিনের পেছনে পেছনে হাঁটছেন।

দ্বিতীয় একটি গাড়িতে করে যাচ্ছেন ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল এবং কাউন্টেস অব ওয়েসেক্স সোফি।

ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানির কফিন

শোক মিছিলের একেবারে সামনে আছে রাজকীয় ক্যানাডীয় মাউন্টেড পুলিশের দল। রানির কফিনের দুপাশে আছেন কফিন বহনকারীদের দল এবং দেহরক্ষীরা।

যেসব রাষ্ট্রনেতারা শেষকৃত্যানুষ্ঠানে এসেছিলেন এখন তারা ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলির দেয়া এক অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন।

ইত্তেফাক/এএইচপি