বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

উইন্ডসর ক্যাসেলে পৌঁছেছে রানির কফিন

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ২৩:০৬

ওয়েলিংটন আর্চ থেকে দীর্ঘ যাত্রা শেষে উইন্ডসর ক্যাসেলে পৌঁছেছে রানির কফিন। এই দীর্ঘ শোক মিছিলে অংশ নিচ্ছে সশস্ত্র বাহিনীর তিন হাজার সদস্য। হাজার হাজার মানুষ রানির কফিন যে পথ ধরে নিয়ে যাওয়া হচ্ছে তার দুই পাশের রাস্তায় লাইন ধরে দাঁড়িয়ে ছিল। 

প্রথমে মোটরওয়ে দিয়ে শবযান যাবে বলে পরিকল্পনা থাকলেও পরে এটির রুট পরিবর্তন করা হয়। এটি যাচ্ছে বিভিন্ন এলাকার ভেতর দিয়ে যাওয়া রাস্তা ধরে, অনেক ছোট ছোট শহর কেন্দ্র হয়ে, যাতে আরও বেশি সংখ্যায় মানুষ রানির শবযান দেখার সুযোগ পান।

উইন্ডসর ক্যাসেলে রানির কফিন

রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষ ফুল ছুঁড়ে দিয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা জানাচ্ছিলেন।

অনেকে মোবাইল ফোনে শেষকৃত্যানুষ্ঠানের লাইভ ভিডিও দেখছেন। ওয়েস্টমিনস্টার অ্যাবির শেষকৃত্যানুষ্ঠানের প্রার্থনা লাউডস্পীকারে শুনছেন অনেকে।

উইন্ডসর ক্যাসেল থেকে সেন্ট জর্জ চ্যাপেলের উদ্দেশ্যে দিনের তৃতীয় শোকযাত্রা শুরু হবে।

ইত্তেফাক/এএইচপি