মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

লাইসেন্স না থাকায় ৩ ফিলিং স্টেশনকে জরিমানা 

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৫:৪৫

গাজীপুরের কালীগঞ্জে পেট্রোলিয়াম লাইসেন্স না থাকায় ৩টি ফিলিং স্টেশনকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রমমাণ আদালত। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূমি উম্মে হাফসা নাদিয়া এ দণ্ডাদেশ প্রদান করেন।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূমি উম্মে হাফসা নাদিয়া।  

ভ্রমমাণ আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে গাজীপুর-ইটাখোলা সড়কের ভ্রমমাণ আদালত অভিযান চালায়। এ সময় পেট্রোলিয়াম লাইসেন্স না থাকায় পেট্রোলিয়াম আইন ২০১৬ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ ওই সড়কের আজমপুর চৌরাস্তা এলাকার মেসার্স জারিফ ফুয়েল স্টেশনের সত্ত্বাধিকারী আরিফুর রহমানকে ৫০ হাজার টাকা, মেসার্স কে.এন এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী নাসির উদ্দিনকে ২০ হাজার ও নরুন বাজার সংলগ্ন মদিনা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মো. ওয়ালী ওল্লাহকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনটি ফিলিং স্টেশনকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড করে ভ্রমমাণ আদালত।  

অভিযানে বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এআই