শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ 

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ২০:৩২

আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। দুবাই আনর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিংইয়ের সিদ্ধান্ত নেন আরব আমিরাতের অধিনায়ক রিজওয়ান সিপি। বাংলাদেশ তাদের একাদশ সাজিয়েছে তিন পেসার ও দুই স্পিনার দিয়ে।

 বাংলাদেশের সেরা একাদশে ইনজুরি কাটিয়ে ফিরছেন লিটন দাস ও ইয়াসির আলি রাব্বি। এছাড়াও একাদশে ফিরেছেন পেসার শরিফুল ইসলাম। তবে, একাদশে জায়গা হয়নি পেসার তাসকিন আহমেদ ও ব্যটার নাজমুল হাসান শান্তর। একাদশে শরীফুলের সঙ্গী সাইফউদ্দীন ও মোস্তাফিজুর রহমান। আর স্পিনারদের মধ্যে আছেন মেহেদী মিরাজ ও নাসুম আহমেদ। এছড়াও আছেন অলরাউন্ডার মোসাদ্দেক সৈকত।

বাংলাদেশের একাদশ: নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসুম আহমেদ, ইয়াসির আলী চৌধুরি ও শরিফুল ইসলাম।

আরব আমিরাতের একাদশ: মোহাম্মাদ ওয়াসিম, চিরাগ সুরি, রিজঅয়ান সিপি (অধিনায়ক), বৃত্ত অরবিন্দ, জুনাইদ সিদ্দিক, বাসিল হামিদ, আলিশান জাওয়ার ফরিদ, সাবির আলী, কার্তিক মাইয়াপ্পান, আরিয়ান লাকরা ও আয়ান খান।

ইত্তেফাক/এএইচপি