ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ের নব-নির্বাচিত কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রাজধানীর বনানী ক্লাবে সংবর্ধনা প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. হারুনুর রশীদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মমতাজউদ্দিন আহমেদ এফসিএমএ, সোনালী ব্যাংকের ন্যায়পাল কামরুল ইসলাম, এফসিএ, ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ ও এফআরসিএর চেয়ারম্যান অধ্যাপক ড. হামিদ উল্লাহ ভূইয়া প্রমূখ। এর আগে ড. আব্দুল মান্নান শিকদারকে সভাপতি ও রাজ্জাক খাঁন রানাকে সাধারন সম্পাদক কওে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন ভাইস-প্রেসিডেন্ট মঈনুল ইসলাম ও দেওয়ান ওয়াশিকুল আলম মিল্টন, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সাইফুদ্দিন ও ড. মো. মনিরুজ্জামান, ট্রেজারার মাহমুদুর রহমান শহীদ, অর্গানাইজিং সেক্রেটারি মোকলেছুর রহমান, প্রজেক্ট সেক্রেটারি জামিল শরীফ, মেম্বারশিপ ডেভেলপমেন্ট সেক্রেটারি সাইফুল ইসলাম, ওয়েল ফেয়ার সেক্রেটারি রোকেয়া পারভীন জুই, রিসার্স অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি আব্দুল গফুর রানা, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেক মো. মোস্তাক আহমেদ এসিএ ,ইন্টা. ন্যাশনাল এফেয়ার্স সেক্রেটারি আবুল কালাম আজাদ টনি, স্পোর্টস সেক্রেটারি মো. মাসুদুর রহমান, কালচারাল অ্যাফেয়ার্স সেক্রেটারি এস এম আব্দুস সাকুর ও অফিস সেক্রেটারি মো. শাহীন উদ্দিন।
নির্বাহী সদস্যরা হচ্ছেন সৈয়দ রায়হান রশীদ, খায়রুল কবীর, আহমেদ ইউসুফ আব্বাস, রফিকুল ইসলাম হাওলাদার, ম্বপন কুমার রায়, মো. লুৎফুল আজীম, কাজী রেহান সোবহান, তৌহিদুজ্জামান খান ও মো. তোফায়েল আহমেদ।