শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মাইকিং করে ইডেন কলেজ বন্ধ ঘোষণা

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৪:১২

ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পর এবার ইডেন কলেজ এবং হোস্টেলগুলো বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে ইডেন কলেজ কর্তৃপক্ষ মার্কিং করে শিক্ষার্থীদের এতথ্য জানায়। 

শিক্ষার্থীরা জানান, ঈদ ব্যতীত অন্য বন্ধের সময় শুধু কলেজ বন্ধ হতো। তবে, এবার কলেজ হোস্টেলও বন্ধ দেওয়া হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত কলেজ ক্যাম্পাস ও কলেজের হল বন্ধ থাকবে। 

শিক্ষার্থীরা জানান, আগে পূজার মধ্যে কখনোই কলেজ হোস্টেল বন্ধ হতো না। কিন্তু এবার বন্ধ ঘোষণা করা হয়েছে।

এবিষয়ে বঙ্গমাতা হলের তত্ত্বাবধায়ক নাজমুন্নাহার বলেন, ‘পূজার বন্ধ ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে অন্য কোনো কিছুর সম্পর্ক নাই। বন্ধের সময় কলেজ ক্যাম্পাস ও হোস্টেল বন্ধ থাকবে।’

ইত্তেফাক/এইচএম