শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পাউন্ডের দাম কমলো

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ২১:০৩

মার্কিন ডলারের বিপরীতে সর্বনিম্ন দামে নেমে এসেছে পাউন্ড। সোমবার (২৬ সেপ্টেম্বর) অপ্রত্যাশিতভাবে ব্রিটিশ ট্যাক্স কমানোর কারণে আন্তর্জাতিক বাজারে পাউন্ডের এই দরপতন হয়েছে।

সমালোচকরা আশঙ্কা করছেন, দেশটিতে মূল্যস্ফীতি বেড়ে যাবে। চায়না ডেইলির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২৩ সেপ্টেম্বর) চ্যান্সেলর অফ দ্য এক্সচেকার কোয়াসি কোয়ার্টেং এর ৪৫ বিলিয়ন পাউন্ড ট্যাক্স কাটছাঁট উন্মোচন করেছেন। স্বল্প দামের পাউন্ড অবিলম্বে তেল এ বংগ্যাসসহ মার্কিন ডলারে প্রদত্ত পণ্য আমদানিতে বিশেষভাবে প্রভাব ফেলবে।

এদিকে বিরোধী লেবার পার্টির শ্যাডো চ্যান্সেলর র‍্যাচেল রিভস জানান, ট্যাক্স কমানোর কোনো প্রয়োজন ছিল না।

বিনিয়োগ জায়ান্ট অ্যালিয়াঞ্জের উপদেষ্টা মোহাম্মদ এল-এরিয়ান বিবিসিকে জানান, তিনি যদি ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর হতেন এবং চ্যান্সেলর যদি তার পরিকল্পনা পরিবর্তন না করতেন, তাহলে তিনি সুদের হার বাড়িয়ে দিতেন। সামান্য নয় বরং পরিস্থিতি স্থিতিশীল করার জন্য সুদের হার পুরো এক শতাংশ বাড়িয়ে দিতেন।

এদিকে, কোয়ার্টেং তার ট্যাক্স কমানোর পক্ষে জানিয়েছে, তারা জনগণের পকেটে অর্থ রাখার সর্বোত্তম উপায় হিসেবে এই পদক্ষেপ নিয়েছে। 

ইত্তেফাক/জেডএইচডি