শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভাষাসৈনিক ড. জসীম উদ্দিন আহমেদ স্মরণে

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ২২:২৭

ভাষাসৈনিক, পরমাণু গবেষক ড. জসীম উদ্দিন আহমেদকে নিবেদিত দুইটি কবিতা: তসলিমা হাসান। 

১) বায়ান্ন এর বীর সৈনিক

বায়ান্ন এর বীর সৈনিক শ্রদ্ধা জানাই শত,
ভাষার জন্য জীবন দিলে রক্ত দিলে কত।

জাতির কাছে স্মরণীয় থাকবে ততো দিন,
মায়ের মুখে বাংলা ভাষা থাকবে যত দিন।

বায়ান্ন এর বীর সৈনিক বাংলা ভাষার প্রাণ,
জীবন দিয়ে রক্ষা করলে বাংলা মায়ের মান।

ওই হানারা শত্রু ছিল মোদের বাংলা ভাষার,
বীর সেনারা রুখে দাঁড়ালে জয় হলো বাংলার। 

বাংলা মোদের মায়ের ভাষা বাংলা মোদের প্রাণ,
বাংলায় মোরা কথা বলি বাংলায় গাই গান।

বাঙালি মোরা গর্ব মোদের বাংলা মোদের ভাষা,
বায়ান্ন এর বীর সেনাদের রক্ত পবিত্রতায় ঠাঁসা!

বায়ান্ন এর বীর সৈনিক চির অমর যাঁরা, 
ইতিহাসে খুঁজে পাওয়া সোনার ছেলেরা।

বাংলা মায়ের আঁচল তলে ঘুমিয়ে আছো সেনা, 
ভুলবো না কভূ ভাষা মোদের রক্ত দিয়ে কেনা। 

 


২ ) ভাষা সৈনিক

ভাষার মান রাখতে গিয়ে,
ন্যায়ের কথা বলতে গিয়ে,
জীবন প্রদীপ নিভলো যাদের,
আনলো ভাষা জীবন দিয়ে। 
শ্রদ্ধা ভরে স্মরণ করি,
সালাম জানাই আজ তোমাদের।

তোমাদের আত্মত্যাগে বুক উঁচিয়ে বিশ্বে চলি,
মুক্তির যে পথ দেখালে,
দৃপ্ত পায়ে সে পথ চলে,
বজ্র কণ্ঠে আওয়াজ তুলে, আজ আমরা বীর বাঙালী।

সালাম বরকত রফিক জব্বার নাম না জানা আছো যারা,
রক্ত তোমাদের যায়নি বৃথা,
প্রাণের ভাষায় কথা বলি। 
ভুলিনি ভুলবো না মোরা, ভুলতে কভু দিব না,
যুগ যুগ ধরে তোমাদেরই করবে সবাই বন্দনা, 
যুগে যুগে স্মরণে থাকাই মানব জন্মের সার্থকতা। 

ইত্তেফাক/জেডএইচডি