বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

টিকা না নেওয়াদের জন্য আজ থেকে বিশেষ ক্যাম্পেইন শুরু

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১১:৪২

করোনা সংক্রমণ প্রতিরোধে প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা না নেওয়াদের জন্য আবারও বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু করেছে সরকার। ক্যাম্পেইনের আওতায় বুধবার (২৮ সেপ্টেম্বর) থেকে আগামী ৩ অক্টোবর পর্যন্ত টিকা দেওয়া হবে। 

এ সময় প্রথম ডোজে বাদ পড়া ৩৩ লাখ এবং দ্বিতীয় ডোজে বাদ পড়া ৯৪ লাখ মানুষকে টিকার আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে।

গত ১৭ সেপ্টেম্বর রাজধানীর হোটেল রেডিসনে আয়োজিত ‌৫-১১ বছরের শিশুদের কোভিড-১৯ টিকা কার্যক্রম বিষয়ক জাতীয় অ্যাডভোকেসি ওয়ার্কশপ শীর্ষক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালিক এ তথ্য জানান।

দেশে গত প্রায় দুই সপ্তাহ ধরে করোনা সংক্রমণ বাড়ছে। এর মধ্যে গত দুই দিনেই তার আগের ২৪ ঘণ্টায় প্রতিদিন ৭ শতাধিক করোনা রোগী শনাক্তের তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া গত ২৬ সেপ্টেম্বর তার আগের ২৪ ঘণ্টায় একদিনে করোনায় ৬ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে সংস্থাটি।

ইত্তেফাক/কেকে

এ সম্পর্কিত আরও পড়ুন