মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

আত্মবিশ্বাস নিয়ে রাতেই ঢাকা ফিরলো বাংলাদেশ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১২:৫৯

আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর রাতেই দেশে ফেরার বিমানে চাপে বাংলাদেশ ক্রিকেট দল। আজ বুধবার সকাল ৯ টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন টাইগাররা।

অস্ট্রেলিয়ার মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষ্যেই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের এই সিরিজ খেলতে দুবাই গিয়েছিলো বাংলাদেশ দল। সেখানে দুই ম্যাচেই জিতে বিশ্বকাপের আগে নিজেদের আত্মবিশ্বাস ফিরে পেয়েছে দল বলে মনে করেন অধিনায়ক নুরুল হাসদান সোহান। 

দেশে ফিরে গণমাধ্যমের কাছে সহান জানান, 'এমন জয় দলকে বুস্ট আপ করবে। একইসাথে বিশ্বকাপের আগে এমন অনুশীলনের সুযোগ সুবিধা পরবর্তীতে আমাদের কাজে দিবে।'

সাকিবের পরিবর্তে আমিরাতে দলকে নেতৃত্ব দেওয়া সোহান আরো বলেন, ‘কোন আসরের আগে এ রকম ক্যাম্প এবং এরকম সুযোগ সুবিধা অবশ্যই আমাদের সকলের কনফিডেন্ট অনেক বাড়িয়ে দেয়। কারণ ওখানে আমরা পর্যাপ্ত অনুশীলনের সুবিধা পেয়েছি। আমার কাছে যেটুকু মনে হয় প্রিপারেশনটা বেশ ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ।’

দলের এই উইকেটরক্ষক ব্যাটার আরো জানান, ‘আমার কাছে মনে হয় টি-টোয়েন্টিতে  অনেক সময় বড় রান করা থেকে পরিস্থিতি অনুযায়ী স্ট্রাইক রেট মিলিয়ে রান করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ থাকে। আসলে আমাদের সবার লক্ষ্যই ছিল ওটা। প্রতিদিনই যে একরকম হবে বিষয়টা এমন না। বিশ্বকাপের মতো বড় আসরের আগে এমন অনুশীলনের সুযোগ সুবিধা পেয়েছি যা দলের সবার জন্য বুস্ট আপ করবে এবং কনফিডেন্ট দেবে।’

বিশ্বকাপের ঠিক আগে নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলতে আগামী ২ অক্টোবর  দেশ ছাড়বে টিম টাইগার্স। সিরিজে স্বাগতিক বাদে টাইগারদের আরেক প্রতিপক্ষ পাকিস্তান। এইও ত্রিদেশীয় সিরিজকেও ধরা হচ্ছে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই। এজন্য বিশ্বকাপের স্কোয়াডকেই পাঠানো হবে ত্রিদেশীয় সিরিজের জন্য।

ত্রিদেশীয় সিরিজ শেষ করেই বিশ্বকাপে খেলতে নিউজিল্যান্ড থেকে অস্ট্রেলিয়ার মাটিতে পা রাখবে সাকিব-সোহানরা।

ইত্তেফাক/এসএস

এ সম্পর্কিত আরও পড়ুন