মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

টঙ্গীতে মালবাহী ট্রেন লাইনচ্যুত

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৫:৩০

গাজীপুরের টঙ্গীতে মালবাহী ট্রেনের একটি কন্টেইনার বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) ভোরে টঙ্গীর মধুমিতা রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা যায়, এক লাইন বন্ধ থাকায় অপর লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রেখেছে রেল কর্তৃপক্ষ। তবে বিলম্বে ট্রেন চলাচল করায় শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন বিভিন্ন স্টেশনে অপেক্ষমান অফিসগামী যাত্রীরা। সকাল ১০টা পর্যন্ত লাইনচ্যুত বগি উদ্ধার কার্যক্রম শুরু হয়নি। বেলা ১২টায় উদ্ধার কার্যক্রম শুরু হয়। 

টঙ্গী রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার রাকিবুল ইসলাম জানান, ভোরে মধুমিতা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মালবাহী কন্টেইনারের একটি বগি লাইনচ্যুত হয়। এতে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে অপর এক লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। এতে ট্রেন চলাচলে কিছুটা বিলম্ব হচ্ছে। ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করছে। 

কন্টেইনার বগি লাইনচ্যুতের ঘটনায় বিভাগীয় পরিবহন কর্মকর্তা খায়রুল ইসলামকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ইত্তেফাক/এআই