শনিবার, ০৩ জুন ২০২৩, ২০ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

লাঠি দিয়ে মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্য কমানো সম্ভব নয়: পরিকল্পনামন্ত্রী

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৮:২৬

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, লাঠি দিয়ে মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্য কমানো সম্ভব নয়। আর লাঠি নিয়ে রাস্তায় নামা ভালো কোনো উদাহরণও নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে সঠিক অবস্থানে রয়েছে দেশ। গত ১৫ বছর স্থিতিশীলতার কারণে দেশের মানুষ যে উপকার পেয়েছে তা এগিয়ে নেওয়া সম্ভব হবে যদি আমরা শৃঙ্খলা প্রদর্শন করি।
 
বুধবার (২৮ সেপ্টেম্বর ) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আয়োজিত আলোচনা সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

মন্ত্রী বলেন, আগে এক গ্রাম আরেক গ্রামের লোককে লাঠি দিয়ে মারতো। সেটাকে ডাকের মাইর বলা হতো। সেসব এখন অতীত। অথচ রাজনৈতিক স্বার্থে আমরা এখন সেগুলো করছি। এতে আমি ব্যথিত হই, দুঃখিত হই, লজ্জা পাই। 

আলোচনা সভায় উপস্থিত ছিলেন-বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির প্রমুখ।

ইত্তেফাক/এনএ/এসএস