বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বালতির জমানো পানিতে প্রাণ গেলো শিশুর 

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩৪

গাজীপুরের কালীগঞ্জে বাড়ির উঠানে রাখা একটি বালতির পানিতে পড়ে তৃষা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নাগরী ইউনিয়নের বিরতুল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার নাগরী ইউনিয়নের বিরতুল গ্রামের ইলিয়াস হোসেনের মেয়ে।

নিহত শিশুর চাচা ইসমাইল হোসেন জানান, বাড়ির উঠোনে গোসল করার জন্য বালতি ভর্তি পানি ছিল। ধারণা করা হচ্ছে দুপুরের কোনো এক সময়ে তৃষা খেলতে খেলতে বালতির পানিতে গিয়ে পড়ে যায়। তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে বালতির জমানো পানিতে পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে  কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই মো. সাইফুল ইসলাম জানান, নিহতের লাশ পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

ইত্তেফাক/এমএএম