শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

কাউখালীর শিয়ালকাঠী ইউনিয়ন জাতীয় পার্টি জেপির ত্রি-বার্ষিক ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ২১:২৯

পিরোজপুরের কাউখালীর জাতীয় পার্টি জেপির শিয়ালকাঠী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ মাঠে  ইউনিয়ন জেপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টি জেপির সভাপতি আবু সাঈদ মিঞা মনু। 

সম্মেলনে বক্তব্য রাখেন-কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা জাতীয় পার্টি- জেপির সাধারন সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, উপজেলা জেপি’র সহ-সভাপতি ও শিয়ালকাঠী ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার, সহ-সভাপতি নুরুল আমিন,সাংগঠনিক সম্পাদক জিয়াউল হাসান জুয়েল,চিরাপাড়া ইউনিয়ন জেপি’র সভাপতি খান মো. বাচ্চু, উপজেলা কৃষক পার্টির সাধারন সম্পাদক আবুল বাশার,উপজেলা যুব সংহতির সাধারন সম্পাদক নুরুজ্জামান মনু, জেপি নেতা, মোজাম্মেল হক, ছাত্র সমাজের সভাপতি তারিকুল ইসলাম কাইয়ুম শেখ প্রমূখ।   

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সুনীল কুন্ডু,আমরাজুড়ি ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান মো.জাহাঙ্গীর হোসেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মোস্তাফিজুর রহমান,উপজেলা জেপি’র যুগ্ন-সাধারন সম্পাদক বজলুর রহমান নান্নু, শেখ লিটন,  উপজেলা জেপির মহিলা পার্টির সভানেত্রী আফরোজা বেগম সনু,সাধারন সম্পাদক সিমা আক্তার, উপজেলা ছাত্র সমাজের  সাধারন সম্পাদক শামীম হোসেন প্রমূখ। 

ইত্তেফাক/এএইচপি