শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রাশিয়া ও ইউরোপের গ্যাস পাইপলাইনে চতুর্থ ছিদ্র শনাক্ত

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৮:০৩

ডেনমার্ক উপকূলের বাল্টিক সাগরের তলদেশ দিয়ে রাশিয়া থেকে জার্মানিতে যাওয়া দুটি গ্যাস পাইপলাইনে অস্বাভাবিক ফাটল বা ছিদ্র দেখা দিয়েছে। সুইডিস কোস্টগার্ডের বরাত দিয়ে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহের শুরুতে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়ার পর বৃহস্পতিবার আরো একটি ছিদ্র শনাক্ত করা হয়। এই বিষ্ফোরণের জন্য নাশকতার সন্দেহ করা হচ্ছে এবং এই ছিদ্র দিয়ে বিপুল গ্যাস নির্গত হচ্ছে।

সুইডিশ কোস্টগার্ডের পক্ষ থেকে বলা হয় তারা সুইডিশ সাইডে দু’টি এবং ডেনিশ সাইডে দু’টি ছিদ্র শনাক্ত করেছে।

সুইডিশ কোস্টগার্ডের এক কর্মকর্তা বলেছেন, এর আগে চলতি সপ্তাহে নর্ড স্ট্রিম পাইপলাইনে তিনটি ছিদ্র শনাক্ত হয়েছে। সুইডিশ পক্ষের ছিদ্র দু'টি কাছাকাছি দূরত্বে রয়েছে।

এদিকে আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে ইতিমধ্যে এ জন্য রাশিয়াকে দায়ী করে এটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে আখ্যা দিয়েছে ইউক্রেন। এ পাইপলাইনগুলো স্থায়ীভাবেও বন্ধ হয়ে যেতে পারে আশঙ্কা করা হচ্ছে।

ইউরেশিয়ার বিশ্লেষকেরা বলছেন, বিশালাকারের ছিদ্রের মানে হলো, নর্ডস্ট্রিম পাইপলাইনগুলো দিয়ে এ শীতে ইউরোপে গ্যাস সরবরাহ সম্ভব নয়। এমনকি এগুলো মেরামত করার পরও নয়।

ইত্তেফাক/এএইচপি