শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ঝিনাইদহে ৪০ পিস সোনার বার উদ্ধার, আটক ১

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ২১:২৩

ঝিনাইদহে ভারতে পাচারকালে ৪০ পিস সোনার বার উদ্ধার করেছে বিজিবি। এসময় শওকত আলি নামে একজনকে আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত দিয়ে পাচারকালে এ সোনার বার উদ্ধার করা হয়। 

বিজিবি’র ঝিনাইদহের খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল শাহিন আজাদ জানান, তারা গোপন সূত্রে জানতে পারেন একটি সোনার চালান ভারতে পাচার হচ্ছে। এ খবরের ভিত্তিতে বিজিবি’র একটি টহল দল অভিযানে যায়। জুলুলি যাদবপুর গ্রামের মধ্যবর্তী রাস্তা থেকে সন্দেহ হওয়ায় শওকত আলিকে আটক করে। তার দেহ তল্লাশি করে সোনার ৪০টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ৪ কেজি ৬৬৮ গ্রাম। বিজিবি’র পক্ষ থেকে মামলা দিয়ে তাকে মহেশপুর থানাতে সোপর্দ ও উদ্ধারকৃত সোনা ঝিনাইদহ ট্রেজারিতে জমা দানের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

ইত্তেফাক/এমএএম