শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবে বাংলাদেশ’

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ২০:৫৬

শনিবার (১ অক্টোবর) থেকে সিলেটে শুরু হচ্ছে এবারের নারী এশিয়া কাপের আসর। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ। যেহেতু নিজেদের মাঠে খেলা তাই বাড়তি কোন চ্যালেঞ্জ অনুভব করছে না বাংলাদেশের মেয়েরা।

নিগার সুলতানা

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘নিজের ঘরে আমরা ওভাবে চ্যালেঞ্জ মনে করছি না। কারণ আমাদের লক্ষ্য হচ্ছে ম্যাচ বাই ম্যাচ খেলা, অন্য দলের শক্তি আমরা দেখছি না। আমরা আমাদের ক্রিকেটটাই খেলতে চাই।’

এশিয়া কাপের আগের আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই শিরোপা ধরে রাখার ব্যাপারে আত্নবিশ্বাসী জ্যোতি আরও বলেন, ‘ভালো খেলার সময় এখন শেষ। যেহেতু ট্রফি আমাদের ছিল, চেষ্টা করব ট্রফিটা যেন আমাদেরই থাকে এবং ভালো ক্রিকেট কিন্তু আমরা ইতোমধ্যেই খেলছি। ভালো ক্রিকেট খেললে ট্রফি আমাদের ঘরে আসবে। সব মিলিয়ে লক্ষ্য ভালো ক্রিকেট খেলার এবং ট্রফি ধরে রাখার।’

ইত্তেফাক/জেডএইচ/এসসি