শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এবার হাসপাতালে ব্যাটার হায়দার

আপডেট : ০১ অক্টোবর ২০২২, ১৮:৫৯

আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে শনির দশা পাকিস্তান দলে। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি ২৮ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন নাসিম শাহ্। এবার অসুস্থ হয়ে হাসপাতালে তরুণ ব্যাটার হায়দার আলি। বিষইয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।  

সর্বশেষ এশিয়া কাপে দলে ছিলেন না ব্যাটার হায়দার আলি। ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ দিয়ে ফেরেন পাকিস্তান দলে। বিশ্বকাপ স্কোয়াডেও জায়গা পেয়েছেন এই ব্যাটার।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ইংল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচ সিরিজের ৬ষ্ঠ ম্যাচে ১৪ বলে ১৮ করে আউট হন হায়দার আলি। সাজঘরে ফিরেই অস্বস্তি বোধ করতে থাকেন তিনি। আর তাই ফিল্ডিংয়ে মাঠে নামতে পারেননি তিনি। এরপরই তাকে হাসপাতালে নিয়ে যায় পিসিবির মেডিক্যাল টিম। পিসিবি জানায়, ‘হায়দার অসুস্থ বোধ করছে। পরীক্ষা-নিরীক্ষার জন্য নেওয়া হয়েছে হাসপাতালে। সে হাসপাতালেই থাকবে।’

এরআগে পেসার নাসিম শাহ্ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পর্বর্তীতে জানা যায় তিনি নুমোনিয়া ও করোনায় আক্রান্ত।

ইত্তেফাক/জেডএইচ/এআই