শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৫ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

‘তালাবদ্ধ ঘর’ থেকে মা ও দুই ছেলের লাশ উদ্ধার 

আপডেট : ০১ অক্টোবর ২০২২, ১৯:৩৯

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মধুপুরে মা ও দুই ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ অক্টোবর) বিকালে মধুপুর এলাকায় তাদের নিজ বাড়ির ‘তালাবদ্ধ ঘর’ থেকে লাশগুলো উদ্ধার করা হয়। বেলকুচি থানার ওসি তাজমিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

মৃতরা হলেন-ওই এলাকার সুলতান আলীর স্ত্রী রওশন আরা বেগম (৪০), তার ছেলে জিহাদ (১০) ও মাহিম (৪)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে রওশন আরার বোন তার বাড়িতে গিয়ে ঘরের দরজা তালাবদ্ধ দেখতে পান। তখন ঘর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। পরে তালা ভেঙে তার বোন ও দুই ভাগনের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ এসে তাদের লাশ উদ্ধার করে। 

বেলকুচি থানা। ছবি: সংগৃহীত

বেলকুচি থানার ওসি তাজমিলুর রহমান বলেন, ‘লাশগুলো উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর হত্যার কারণ জানা যাবে। এছাড়া মৃত্যুর কারণ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।’

ইত্তেফাক/এএএম