আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সর্বত্র আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজা রাখতে বদ্ধপরিকর। আমরা বিশ্বাস করি সকলকে ধর্ম পালনের সুবধিা ও নিরাপত্তা দেওয়া সরকারের কাজ।
সোমবার (৩ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের রাধামাধব কেন্দ্রীয় আখড়া মন্দিরে দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় মন্ত্রী রাধামাধব আখড়া মন্দিরে দূর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা উপহার হিসেবে ২২টি দুর্গাপূজা মন্দিরের নেতৃবৃন্দদের কাছে নগদ ৮ হাজার টাকা করে তুলে দেন।
‘সব ধর্মের মানুষের অধিকার রক্ষা করে অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণ করবে বিএনপি।’ রোববার (২ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী বিএনপির মহাসচিবের বক্তব্য প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, মির্জা ফখরুল সাহেব যেটি বলেছেন তাতে মনে হচ্ছে তাদের বোধোদয় হয়েছে, সেইটা যদি তারা ধরে রাখতে পারে তাহলে ভালো কথা।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার আনিসুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল, যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।
এর আগে মন্ত্রী ঢাকা থেকে মহানগর প্রভাতী ট্রেন যুগে সকাল সাড়ে ১০টায় আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে এসে পৌছালে প্রশাসনের কর্মকর্তা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।