বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

টেস্ট ক্রিকেটে আর দেখা যাবে না মঈনকে 

আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ১৩:৪৪

লাল বলের ক্রিকেটে প্রায় ১ বছরের বেশি সময় ধরে খেলছেন না ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলি। গত বছরের সেপ্টেম্বরে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তিন। তবে, আবারো টেস্ট ক্রিকেটে ফিরবেন জুনে এমন ইঙ্গিত দিয়েছিলেন ইংল্যান্ডের কোচ ব্যান্ডন ম্যাককালাম।

কিন্তু টেস্ট ক্রিকেটে আর দেখা যাবে না মঈন আলিকে। আনুষ্ঠানিকভাবে অবসরে ঘোষণা না দিলেও পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি আর ফিরছেন না টেস্ট ক্রিকেটে। সোমবার (৩ অক্টোবর) ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেট অনেক কঠিন। আমার বয়স এখন ৩৫। আমি এখন ক্রিকেটটা উপভোগ করতে চাই। তাই সিদ্ধান্তটা পরিবর্তন করাটাও ঠিক মনে হচ্ছে না। এখন আমার সময় এসেছে ক্যারিয়ারের টেস্ট ক্রিকেটের দরজাটা চিরতরে বন্ধ করে দেওয়ার।’

তিনি আরও বলেন,  ‘ম্যাককালাম আমাকে ফোন করেছিল, অনেকক্ষণ কথা হয়েছে। আমি বলেছি ‘দুঃখিত, আর না। সে বুঝেছে এবং আমার অনুভূতি সে জানে। টেস্ট ক্রিকেট অনেক পরিশ্রমের। আমি ৩৫ এ এবং অন্য কিছু দেওয়ার আছে।’

মইন আলি ইংল্যান্ডের হয়ে ৬৪ টেস্টে ২৮.৬৯ গড়ে করেছেন ২৯১৪ রান। পাশাপাশি বল হাতে নিয়েছেন ১৯৫ টি উইকেট।

ইত্তেফাক/জেডএইচ/এআই