বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘বিশ্বকাপে ফেভারিট ভারত-অস্ট্রেলিয়া’

আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ১৬:১২

আসন্ন টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুত করতে ব্যস্ত অংশগ্রহণকারী দলগুলো। বিশ্বকাপে কে সেরা তা নিয়ে শুরু হয়ে গেছে হিসেব-নিকেশ। পাকিস্তানকে তাদের নিজেদের মাটিতে সাত ম্যাচ টি-২০ সিরিজে ৪-৩ ব্যবধানে হারিয়ে বেশ ফর্মে রয়েছে ইংল্যান্ড। তবে, বিশ্বকাপে নিজেদের সেরা মানতে নারাজ ইংলিশ অলরাউন্ডার মঈন আলি।

বিশ্বকাপের আগে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ইংল্যান্ড। অস্ট্রেলিয়া যাওয়ার আগে বিশ্বকাপ নিয়ে নিজের মতামত জানিয়েছেন মঈন আলি। নিজেদের ভাল দল মনে করলেও বিশ্বকাপে ফেভারিট মানছেন না এই অলরাউন্ডার। তিনি বলেন, ‘এই সিরিজ জিতে আমরা খুব খুশি ও ভালো অবস্থানে থেকেই অস্ট্রেলিয়া যাবো। কিন্তু এই বিশ্বকাপে আমর মনে না আমরা ফেভারিট। আমরা একদমই সেটা মনে হয় না। তবে, আমরা বিপদজনক দল এবং অন্য দলগুলো আমাদের বিপক্ষে খেলতে ভীত থাকবে। তবে, আমার মনে হয় এই বিশ্বকাপে অস্ট্রলিয়া ও ভারত ফেভারিট।’

বিশ্বকাপের আগে তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ৯ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ ১২ ও ১৪ অক্টোবর মাঠে গড়াবে।

ইত্তেফাক/জেডএইচ/এআই