বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অজ্ঞান পার্টির খপ্পরে ব্যবসায়ী, খোয়ালেন ৮ লাখ টাকা

আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ০১:৩০

রাজধানীর আজিমপুর বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক পলিথিন ব্যবসায়ীর ৮ লাখ টাকা খোয়া গেছে। তার নাম আলমগীর হোসেন। গতকাল মঙ্গলবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৪টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে পাকস্থলী পরিষ্কার শেষে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এদিকে এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

ছবি- সংগৃহীত

জানা গেছে, আলমগীর হোসেনের বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলায়। তার বাবার নাম হাজী সাত্তার হোসেন। বর্তমানে তিনি রাজধানীর লালবাগের ইসলামবাগ এলাকায় থাকেন।

হাসপাতালে আলমগীর হোসেনের ভাগনে জাকির হোসেন জানান, তার মামা পলিথিন ব্যবসায়ী। গতকাল সকালে গাজীপুরে পলিথিন বিক্রি করে ৮ লাখ টাকা নিয়ে ভিআইপি পরিবহনের একটি বাসে ওঠেন। বাসের ড্রাইভার ও হেলপার তাকে নেশাজাতীয় কিছু খাইয়ে অচেতন করে তার কাছে থাকা ৮ লাখ টাকা নিয়ে গেছে বলে তার মামা আলমগীর অভিযোগ করেছেন।

ছবি- সংগৃহীত

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আলমগীর হোসেনের শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ইত্তেফাক/এমএএম