শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত ছাত্রকে হত্যা

আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ১৭:০৮

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যে ২০ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত ছাত্রকে তার ছাত্রাবাসে হত্যা করা হয়েছে। এই ঘটনায় তার কোরিয়ান রুমমেটকে হেফাজতে নেওয়া হয়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যের পুলিশ জানায়, ইন্ডিয়ানাপলিসের বরুণ মনীশ ছেদা পারডু বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন। ক্যাম্পাসের পশ্চিম প্রান্তে ম্যাককাচন হলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

স্কুলের পুলিশ প্রধানের বরাত দিয়ে এনবিসি নিউজ জানায়, বুধবার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্রকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে পার্ডিউ বিশ্ববিদ্যালয়ের পুলিশ প্রধান লেসলি উইয়েট জানান, জুনিয়র সাইবার সিকিউরিটির একজন কোরিয়ান ছাত্র জি মিন বুধবার রাত স্থানীয় সময় ১২টা ৪৫ মিনিটে ৯১১ নম্বরে ফোন করে পুলিশকে মনীশ ছেদার মৃত্যুর বিষয়ে জানায়। ফোনের বিশদ বিবরণ প্রকাশ করা হয়নি।

ছেদা বিশ্ববিদ্যালয়ে ডাটা সায়েন্সের ছাত্র ছিলেন। প্রাথমিক ময়নাতদন্তের ফলাফল অনুসারে একাধিকবার বলপ্রয়োগ আঘাতে তার মৃত্যু হয়েছে।   

ইত্তেফাক/ডিএস/এআই