শুক্রবার, ০২ জুন ২০২৩, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সিরিয়া থেকে জার্মানিতে আইএস-সম্পৃক্ত ১২ নাগরিক

আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ১৩:০৪

জঙ্গিগোষ্ঠী আইএস-এর সঙ্গে সম্পর্ক ছিল এমন ১২ জনকে সিরিয়া থেকে ফিরিয়ে এনেছে জার্মানি। এর মাধ্যমে সিরিয়া থেকে এমন ব্যক্তিদের ফেরানো মোটামুটি শেষ হবে বলে মনে করেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। ডয়চে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত কয়েক বছরে জার্মানি থেকে সিরিয়ায় যাওয়া ২৬ জন প্রাপ্তবয়স্ক জার্মান নাগরিক এবং সেখানে জন্ম নেওয়া ৭৬ জন শিশু সন্তানকে ফিরিয়ে এনেছে জার্মানি। প্রাপ্ত বয়স্কদের অনেকের যুদ্ধাপরাধের অভিযোগে বিচার হয়েছে। বিচারে দোষী সাব্যস্ত হওয়া কিছু মানুষকে কারাদণ্ডে পাঠানো হয়েছে।

সবশেষ ফিরিয়ে আনা ১২ জনের মধ্যে চারজন নারী, সাতজন শিশু এবং একজন প্রাপ্তবয়স্ক পুরুষ রয়েছেন বলে জানিয়েছে ডয়চে ভেলে। প্রাপ্তবয়স্ক পুরুষ ব্যক্তি সিরিয়ায় গিয়েছিলেন ১১ বছর বয়সে।

ফিরিয়ে আনা ১২ জনের মধ্যে প্রাপ্তবয়স্ক পাঁচজনকে ফেরার পরই হেফাজতে নেওয়া হয়। পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক জানান, আটক ব্যক্তিদের এখন জিজ্ঞাসাবাদ করা হবে। সিরিয়ায় তারা কী করেছেন, আইএস-এর সঙ্গে তারাও কোনো ধরনের যুদ্ধাপরাধ করেছেন কিনা তা জানার জন্যই চলবে এই জিজ্ঞাসাবাদ।

ইত্তেফাক/ডিএস/কেকে