শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

'ভারতের বিপক্ষে ম্যাচ মানেই এনার্জি লেভেল ৯০ থেকে ১০০ হয়ে যায়'

আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ১৯:২৯

এবারের এশিয়া কাপে শনিবার টুর্নামেন্টের হট ফেভারিট ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভারতের বিপক্ষে খেলতে মুখিয়ে আছে বাংলাদেশের মেয়েরা। ভারতের বিপক্ষে মাঠে নামার আগে বেশ রোমাঞ্চিত বাংলাদেশের ওপেনার ব্যাটার মুর্শিদা খাতুন।

শুক্রবার (৭ অক্টোবর) ভারত ম্যাচকে সামনে রেখে অনুশীলন শেষে এই ওপেনার ব্যাটার সংবাদ সম্মেলনে বলেন, ‘ভারতের বিপক্ষে ভালো খেলার চিন্তা আমার সব সময় বেশি থাকে। প্রস্তুতি ভালো থাকে। আমি নিজের দায়িত্বটা ঠিকমতো পালন করার চেষ্টা করব। কে বল করছে, ওটা দেখব না। আমি যেটা খেলতে পারি, ওটাই চেষ্টা করব।’

ভারত-পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ক্রিকেটারদের মধ্যে আলাদা উত্তেজনা কাজ করে। ক্রিকেটারদের ভালো করার বাড়তি তাড়না থাকে। মুর্শিদা আরও বলেন, ‘ভারত-পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেললে ৯০ শতাংশ থেকে ১০০ শতাংশে এনার্জি লেভেল চলে আসে।’

বাংলাদেশ ভারত ম্যাচে ভারতকে এগিয়ে রাখলেও ২০১৮ সালের এশিয়া কাপে এশিয়া কাপে ভারতের বিপক্ষে পাওয়া জয় থেকে অনুপ্রেরণা নিচ্ছেন এই ওপেনার। তিনি বলেন, ‘ওদের বোলিংটা শক্তিশালী। তিন বিভাগেই শক্তিশালী।তবে আমরাও প্রায় একই। কারণ, আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর আমাদের ঘরের মাঠে খেলা। আমরা যদি তিনটা বিভাগেই ভালো করতে পারি, ভালো কিছু হবে।’

       

ইত্তেফাক/জেডএইচ