শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মধুমতি নদীতে নৌকা বাইচ

আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ১১:২০

বাঙালির ঐতিহ্য লালন করতে নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শিয়রবর হাট এলাকায় মধুমতি নদীতে উপজেলার শিয়রবর গ্রামবাসীর উদ্যোগে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে নদীর দুপাড়ে মানুষের ঢল নামে মধুমতি নদীর তীরে। কয়েক দিন ধরে বিভিন্ন এলাকায় মাইক দিয়ে প্রচার প্রচারণায় কারণে গ্রামের মানুষ ছাড়াও শহর থেকে অসংখ্য মানুষ ভিড় জমায় মধুমতি নদীর তীরে।

শুক্রবার (৭ অক্টোবর) বিকালে নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন, শালনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. লাবু মিয়া। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. আবুল হোসেন, ইউপি সদস্য মো. কামাল শেখ, ডাবলু মোল্যা, তোতা মোল্যা প্রমুখ।

উপজেলার শালনগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আনিচুর রহমান ধলু বলেন, এই মধুমতি নদীতে যুগ যুগ ধরে নৌকাবাইচ প্রতিযোগিতা চলে আসছে। প্রতি বছর বন্যার পানি কমতে শুরু করলে এ নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেই ধারাবাহিকতায় এবারও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে । 

ইত্তেফাক/এআই