শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নারী এশিয়া কাপ

ভারতের বিপক্ষে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ১৩:৪৫

২০১৮ সালে ভারতকে হারিয়েই নারী এশিয়া কাপের শিরোপা জিতেছিলো বাংলাদেশ। আজ আরও একটি এশিয়া কাপের আসরে আরও একবার ভারতের মুখোমুখি বাংলাদেশ।

চলমান নারী এশিয়া কাপে নিজেদের চতুর্থ ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে টস হেরে বোলিং করবে স্বাগতিক বাংলাদেশ। ২০১৮ এশিয়া কাপের ফাইনালের পর আজ আবারও এশিয়া কাপের মঞ্চেই ভারতের মুখোমুখি নিগার সুলতানা জ্যোতির দল। এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়নরা আজও মাঠে নামবে জয়ের লক্ষ্যেই।

এবারের এশিয়া কাপে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে মালয়েশিয়া আর থাইল্যান্ডের বিপক্ষে জয় আর পাকিস্তানের বিপক্ষে হারে পয়েন্ট টেবিলের ৪ নম্বরে রয়েছে বাংলার বাঘিনীরা। অন্যদিকে ৪ ম্যাচ খেলা ভারতের মেয়েরা জিতেছে ৩ ম্যাচে, রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। তবে নিজেদের সর্বশেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে হেরে কিছুটা ব্যাকফুটে থেকেই আজ মাঠে নামবে ভারত।

এদিকে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হারলেও তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে জিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বাংলাদেশ। আজ ভারতকে হারালে পয়েন্ট টেবিলের শীর্ষে যাওয়ার সুযোগ রয়েছে জ্যোতি-সালমাদেরও।

বাংলাদেশের বিপক্ষে আজ নিয়মিত অধিনায়ক হারমানপ্রীত করকে বিশ্রাম দিয়েছে ভারত। তার জায়গায় আজ দলকে নেতৃত্ব দিবেন স্মৃতি মান্ধানা।

বাংলাদেশ আজ মাঠে নামবে আগের ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই। মালয়েশিয়ার বিপক্ষে অভিষেকেই হ্যাটট্রিক করা ফারিহা তৃষ্ণার দিকে আজ নজর থাকবে সকলেরই।

বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা (অধিনায়ক ও উইকেটরক্ষক), মুর্শিদা খাতুন, ফারজানা হক, রিতু মনি, লতা মন্ডল, ফাহিমা খাতুন, রুমানা আহমেদ, নাহিদা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, সালমা খাতুন, ফারিহা তৃষ্ণা।

ভারতীয় একাদশ: স্মৃতি মান্ধানা (অধিনায়ক), রিচা ঘোষ (উইকেটরক্ষক), শেফালি ভার্মা, এস মেঘানা, জেমিমা রদ্রিগেজ, কিরন নাভগিরে, পুজা ভ্রাস্ত্রাকার, দীপ্তি শর্মা, স্নেহ রানা, রানুকা সিং, রাজেশ্বরী গাইকোয়াড়।

ইত্তেফাক/এসএস