গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে আরও ৪২৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ২৮ হাজার ৯৮৩ জন।
সোমবার (৯ অক্টোবর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। এর আগে গতকাল (রোববার) বিশ্বে ৬৯৩ জনের মৃত্যু হয়েছিল। শনাক্ত হয়েছিল ২ লাখ ৯০ হাজার ৫৮ জন।
এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬২ কোটি ৬৬ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৫ লাখ ৬০ হাজার।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, মহামারির শুরু থেকে বিশ্বে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ লাখ ৬০ হাজারের ওপরে। এছাড়া শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬২ কোটি ৬৬ লাখ ৫৯ হাজার ৬৯১ জনে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে তাইওয়ানে ও প্রাণহানির ঘটেছে রাশিয়ায়। প্রাণহানির তালিকায় এরপরেই রয়েছে যথাক্রমে তাইওয়ান, জাপান, ইতালি, ফিলিপাইন ও দক্ষিণ কোরিয়ার মতো দেশ।
এর মধ্যে তাইওয়ানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪৪ হাজার ৫৬৫ জন। দেশটিতে মারা গেছেন ৬২ জন। এছাড়া রাশিয়ায় একদিনে মারা গেছেন ১০২ জন এবং সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৮১৯ জন।