বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কুয়েতে বাংলাদেশ দূতাবাসে শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী অনুষ্ঠিত

আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ১৯:৩২

কুয়েতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে মিসিলায় বাংলাদেশ দূতাবাসের মুজিব কর্ণারে উক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন অনুষ্ঠিত হয়। এদিকে বিজয়ীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। 

কুয়েতে বাংলাদেশ দূতাবাসে শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী অনুষ্ঠিত।

রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান বলেন, যে সকল প্রবাসী পরিবার নিয়ে বিদেশে থাকেন সেই সকল অভিভাবকরা তাদের সন্তানদের দেশের ইতিহাস, ঐতিহ্য সাংস্কৃতিক দেশের উন্নয়ন ও অগ্রগতি সম্পর্কে ধারণ দেওয়ার প্রতি জোর দেন। জীবিকার টানে আমারা যেখানে যাই না কেন দিন শেষে আমরা সবাই বাংলাদেশি।

এসময় প্রথম সচিব ও দূতাবাস প্রধান নিয়াজ মোর্শেদ, শ্রম কাউন্সিলর আবুল হোসেন, প্রথম সচিব পাসপোর্ট ও ভিসা ইকবাল আক্তারসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তা, শিশুদের অভিভাবক প্রবাসী বাংলাদেশি সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এমএএম