শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বন্ধ হচ্ছে ফেসবুকের ইনস্ট্যান্ট আর্টিকেলস সেবা

আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ০২:৫৬

আগামী বছরের এপ্রিলের মাঝামাঝি ইনস্ট্যান্ট আর্টিকেলস সেবার সহায়তা বন্ধ করবে ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটা। 

মূলত সহজে কনটেন্ট দেখার এই সুযোগ তেমনটা জনপ্রিয়তা না পাওয়ায় সেবাটি বন্ধ করা হচ্ছে বলে জানিয়েছে শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিটি। খবর এনগ্যাজেট।

২০১৫ সালে ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেলস সেবা চালু করে। মোবাইল ডিভাইসে দ্রুত নিউজ আর্টিকেল প্রদর্শন করার জন্যই এই উদ্যোগ নেয়া হয়। 

মেটার একজন মুখপাত্র বলেন, বর্তমানে বিশ্বের মানুষ ফেসবুক ফিডে যেসব পোস্ট দেখে তার মধ্যে ৩ শতাংশেরও কম হলো লিংকসহ নিউজ আর্টিকেল। আমরা আগেই বলেছি, ব্যবসায় প্রতিষ্ঠান হিসেবে যেসব দিকে গ্রাহকদের আগ্রহ নেই সেখানে বিনিয়োগ করার কোনো মানে নেই। 

মুখপাত্র আরও বলেন, আমরা লক্ষ্য করেছি মানুষের ভিডিও দেখা বিশেষ করে শর্ট-ফর্মের ভিডিও দেখতে বেশি সময় ব্যয় করে। তারা খবর এবং রাজনৈতিক কনটেন্ট ফেসবুকে কম দেখতে চান।

 

ইত্তেফাক/পিও

এ সম্পর্কিত আরও পড়ুন