শ্রীলঙ্কার লেখক শেহান করুনাতিলক তার 'দ্য সেভেন মুনস অব মালি আলমিদা' এর জন্য এবছর আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন। এটি অতিপ্রাকৃতিক কাহিনী নিয়ে লেখা বিদ্রুপাত্মক একটি উপন্যাস। এর মাধ্যমে আন্তর্জাতিক সম্মাননা পেলেন তিনি। ব্রিটেনের কুইন কনসর্ট ক্যামিলা শ্রীলঙ্কার এই লেখকের হাতে পুরস্কার তুলে দেন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, শ্রীলঙ্কার লেখক শেহান করুনাতিলকের এই উপন্যাসটি একজন ফটোগ্রাফারকে নিয়ে লেখা। যিনি মারা যাওয়ার পর আবার জেগে ওঠেন। এরপর এক সপ্তাহের মধ্যে বন্ধুদের কাছে তার ছবি খুঁজে বের করেন এবং যুদ্ধের নৃশংসতা প্রকাশ করার করেন।
পুরস্কার পাওয়ার পর তিনি গর্বিত বলে মন্তব্য করেন শেহান করুনাতিলক। ইংরেজিতে যুক্তরাজ্যে প্রকাশিত একটি কথাসাহিত্যের জন্য এককভাবে দেওয়া হয় ৫০ হাজার পাউন্ডের মর্যাদাপূর্ণ এই পুরস্কার। সংক্ষিপ্ত তালিকায় থাকা অন্য পাঁচ লেখকদের প্রত্যেককে আড়াই হাজার পাউন্ড করে দেওয়া হবে।
লেখক শেহান করুনাতিলক জানান, তিনি ২০০৯ সালে শ্রীলঙ্কার গৃহযুদ্ধের সমাপ্তির পরে একটি ভূতের গল্প লেখেন যেখানে মৃতরা তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরতে পারে। সেই যুদ্ধে কতজন বেসামরিক লোক মারা গিয়েছিল এবং কারা দায়ী ছিল তা নিয়ে তুমুল বিতর্ক চলছিল।
প্রধান বিচারক নিল ম্যাকগ্রেগর উপন্যাসটির 'পরিধি এবং দক্ষতা, সাহসিকতা, রহস্য এবং মজার' বলে প্রশংসা করেছেন। এটিকে 'আফটারলাইফ নোয়ার' বলে অভিহিত করেছেন তিনি।
করুণাতিলক পুরস্কার গ্রহণের সময় উচ্ছ্বাস প্রকাশ করে জানান, 'আমার আশা যে খুব দূর ভবিষ্যতে তা নয়। শ্রীলঙ্কা বুঝতে পেরেছে যে দুর্নীতি, প্রলোভন এবং ক্রোনিজমের ধারণাগুলো কাজ করেনি এবং কখনই কাজ করবে না।'