শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারত

আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ১৬:৪৫

এশিয়া কাপের পরবর্তী আসর আগামী বছর পাকিস্তানে হওয়া কথা রয়েছে। যেহেতু আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তাই পরবর্তী এশিয়া কাপ অনুষ্ঠিত হবে ওয়ানডে ফরম্যাটে। কিন্তু এই এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারত ক্রিকেট দল

এশিয়া খেলতে ভারতের পাকিস্তানে যাওয়ার ব্যাপারে ভাবছিলো ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছিলেন, 'পাকিস্তান সফরে যেতে সব সময়ই ভারত সরকারের অনুমোদনের একটি ব্যাপার থাকে। আমরা সেই অনুযায়ী এগোচ্ছি।'

আর তাই অনেকেই মনে করেছিলো এবার পাকিস্তানে যেতে পারে ভারত। তবে, পাকিস্তানে খেলতে যেতে সরাসরি 'না' জানিয়ে দিয়েছে বিসিসিআই। পাকিস্তান থেকে এশিয়া কাপ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) বিসিসিআইয়ের সচিব ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান জয় শাহ্ বলেন, 'এশিয়া কাপ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা যেতে পারে। আগেও এমনটা হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা পাকিস্তানে যাবো না। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমরা নিরপেক্ষ ভেন্যুতে খেলব।'

আর তাই পাকিস্তানের এশিয়া কাপ আয়োজন পড়ে গেলো হুমকির মুখে। বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এখনও কোন মন্তব্য পাওয়া যায়নি। 

 

ইত্তেফাক/জেডএইচ