বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

নয়াদিল্লিতে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালিত

আপডেট : ২০ অক্টোবর ২০২২, ২১:০৬

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালন করেছে নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন।

দিবসটি স্মরণে মঙ্গলবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় হাইকমিশনের বঙ্গবন্ধু হল মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন হাই কমিশনার মোস্তাফিজুর রহমান ও দূতাবাস কর্মকর্তারা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে অনুষ্ঠিত হয় আলোচনাসভা।

নয়াদিল্লিতে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালিত

হাইকমিশনার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করে শোনানো হয়। অন্যান্যের মধ্যে হাইকমিশনের মিনিস্টার (প্রেস) শাবান মাহমুদ আলোচনায় অংশ নেন। এর আগে শেখ রাসেলের বিভিন্ন দিক তুলে ধরে তার ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

হাইকমিশনার মোস্তাফিজুর রহমান তাঁর বক্তব্যে বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতা বিরোধী চক্রের এক গভীর চক্রান্তের মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের হত্যা করা হয়। এদিন বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলকে হত্যার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর খুনিরা এক ঘৃণ্য ইতিহাস রচনা করে যা বিশ্ব মানবতার শত্রু হিসেবে চিহ্নিত হয়।

নয়াদিল্লিতে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালিত

তিনি বলেন, শেখ রাসেল আজ বেঁচে থাকলে নিশ্চই বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে প্রজন্মের নন্দিত নেতা হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখতে পারতেন। তাঁর হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের একজন ভবিষ্যত নেতাকেই হারাতে হয়েছে এ জাতির। শেখ রাসেলকে আজ যথার্থভাবে স্মরণ করা হবে যদি আমরা বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে নিজ নিজ জায়গা থেকে দেশ গড়ার কাজে ভূমিকা রাখতে পারে।

পরে হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীদের শিশু সন্তানদের সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কাটেন হাইকমিশনার মোস্তাফিজুর রহমান ও হাইকমিশনারের স্ত্রী তানজিন বিনতে আলমগীর। এ উপলক্ষ্যে শিশু চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত শহীদ শেখ রাসেলসহ সব শহীদদের আত্মার শান্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

ইত্তেফাক/এমএএম