সংযুক্ত আরব আমিরাতে নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের (এনপিকেপি) উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন করা হয়েছে। ২২ অক্টোবর রাতে দুবাই ইন্টারন্যাশনাল সিটি রাসিয়াস্থ আল মদিনা রেস্টুরেন্ট হল রুমে মিলাদ মাহফিল ও আলোচনা সভা হয়। এর আগে বাদে মাগরিব খতমে কোরআনেরও আয়োজন করা হয়।
চট্টগ্রাম রাউজানের নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা ব্যবসায়ি ও দুবাই বিজিনেস ফোরামের সদস্য মুহাম্মদ হাবিব উল্ল্যাহ চৌধুরীর সভাপতিত্বে পরিষদের সিনিয়র সদস্য এম শাহেদ সরওয়ারের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ ফরিদ, প্রধান আলোচক ছিলেন মৌলানা মুহাম্মদ ফজলুল আজীম।
মোহাম্মদ তামিম আল মারুফ'র কুরআন তিলাওয়াতের মাধ্যমে মাহফিলে পবিত্র হামদ ও নাতে রাসূল (দঃ) পেশ করেন মোহাম্মদ হিশাম আল মারুফ। এতে স্বাগত বক্তব্য দেন পরিষদের সদস্য রেজাউল আজম চৌধুরী। মাহফিলে আলোচনায় অংশ নেন বিশেষ আলোচক হাফেজ মোহাম্মদ ফারুক, পরিষদের সদস্য রেজাউল করিম।
প্রবাসীদের মিলনমেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আজিজ খাঁন, রেজাউল লিটন চৌধুরী, শাহ আমান, হানিফ সিকদার, জাকের হোসেন জুনু, হাসান চৌধুরী, আলতাফ উদ্দিন জনি, কাজী মোহাম্মদ সোহেল, বাবর, মোজাহের, আব্বাস, আলম, লিটন, সাগর, ইব্রাহীম, বাচন, আজিজ, গিয়াস, জুয়েল, খোকন, হাসান, খোরশেদ, মুছা, জাবেদ, মোস্তফা, মানিক, শিবলু, সুজন, সাজ্জাদ, জাহেদ, ইমনসহ প্রমুখ।
মাহফিলে বক্তারা বলেন, ১২ রবিউল আউয়ালকে মুসলিমসহ সমগ্র দুনিয়ার জন্য একটি অশেষ পুণ্যময় ও আশীর্বাদ ধন্য দিন। আরব জাহান যখন পৌত্তলিকতার অন্ধকারে ডুবে গিয়েছিল, তখন প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত জগতের জন্য রহমতস্বরূপ পাঠিয়েছিলেন মহান আল্লাহ রাব্বুল ইজ্জত। ধর্ম-বর্ণ-সম্প্রদায়নির্বিশেষে সর্বশ্রেষ্ঠ মানবিক গুণাবলির আল্লাহর হাবীব হিসেবে তিনি সব কালে, সব দেশেই স্বীকৃত।
অনুষ্ঠানের সভাপতির সমাপনী বক্তব্য শেষে মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন মৌলানা মুহাম্মদ ফজলুল আজিম।