কম্বোডিয়ার শুল্ক ও আবগারি বিভাগ বলছে, সেপ্টেম্বর মাসে দেশটির রপ্তানি আগের বছরের একই মাসের তুলনায় সাড়ে সাত শতাংশ কমেছে৷ এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে জার্মানি বার্তা সংস্থা ডয়চে ভেলে।
বিশ্লেষকরা বলছেন, ইউরোপের ক্রেতাদের ক্রয়ক্ষমতা কমে যাওয়া এর অন্যতম কারণ৷ উচ্চ মূল্যস্ফীতি ও জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ইউরোপীয়রা এখন পোশাক থেকে শুরু করে খুচরা পণ্য কেনাকাটা কমিয়ে দিচ্ছেন৷ বিশ্বব্যাংক বলছে আগামী বছর বিশ্বে আর্থিক মন্দা দেখা দিতে পারে৷ সেটি হলে ক্রেতাদের ক্রয়ক্ষমতা আরও কমে যাবে৷ দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোতে এর প্রভাব পড়তে পারে বলে বিশ্লেষকেরা আশঙ্কা প্রকাশ করছেন৷
কম্বোডিয়ার পোশাক নির্মাতাদের সংগঠনের মহাসচিব কেন লু ডয়চে ভেলেকে বলেন, চলতি বছরের শেষ কোয়ার্টার ও ২০২৩ সালে কম্বোডিয়া থেকে ইউরোপে পোশাক রপ্তানি কমার আশঙ্কা করছেন তিনি৷ কম্বোডিয়া ছাড়াও এসোসিয়েশন অফ সাউথইস্ট এশিয়ান নেশন্স আসিয়ানের অন্যান্য দেশের রপ্তানিতে ইতিমধ্যে মন্দা দেখা দেয়া শুরু করেছে৷
ভিয়েতনাম সরকারের তথ্য উল্লেখ করে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আগস্ট ও সেপ্টেম্বর মাসে ইউরোপের দেশগুলোতে রপ্তানি প্রায় ১৪ শতাংশ কমেছে৷ সে কারণে অনেক কারখানা উৎপাদন স্থগিত রেখেছে৷ সিঙ্গাপুরভিত্তিক ব্যাংক ইউওবির গবেষণা বলছে, আগামী বছর মালয়েশিয়ার রপ্তানি আয় কমে যাবে৷ থাইল্যান্ড ও মিয়ানমার থেকেও ইউরোপীয় ইউনিয়নে পোশাক রপ্তানি কমবে বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন বলছে৷
সিঙ্গাপুরের ইউরোপিয়ান ইউনিয়ন সেন্টারের পরিচালক লে উই ইও ডয়চে ভেলেকে বলেন, মূল্যস্ফীতি ও আসন্ন মন্দার কারণ দক্ষিণপূর্ব এশিয়া থেকে ইউরোপে রপ্তানিতে ধীরগতি দেখা যাচ্ছে৷ আসিয়ানের অনেক দেশের শীর্ষ চার ব্যবসায়িক অংশীদারের একটি ইউরোপীয় ইউনিয়ন হওয়ায় আগামীতেও রপ্তানিতে মন্দা বজায় থাকবে বলে মনে করছেন তিনি৷
মালয়েশিয়ার সবচেয়ে বড় আর্থিক সেবা প্রদানকারী সংস্থা মেব্যাংকের অর্থনীতিবিদ ব্রায়ান লি শুন রং ডয়চে ভেলেকে বলেন, দক্ষিণপূর্ব এশিয়া থেকে ইউরোপে রপ্তানি আরও কমবে৷ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটায় এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় ইইউ আর্থিক মন্দায় পড়তে পারে বলে মনে করছেন তিনি৷
তবে রপ্তানিতে ধীরগতি আসলেও সেটি ধসে পড়বে না বলে আশা করছেন ফ্রান্সের ইনভেস্টমেন্ট ব্যাংক নাটিক্সিসের এশিয়া বিষয়ক অর্থনীতিবিদ ত্রিন এনগুয়েন৷