রোববার, ২৬ মার্চ ২০২৩, ১১ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

বিয়ের এক মাসের মাথায় স্ত্রী নিহত, স্বামী পলাতক

আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ২১:৪২

মেহেরপুর গাংনী উপজেলার সাবিনা খাতুন (৩২) নামের এক নব বধূর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধারের পর নিহতের স্বামী বিদ্যুত হোসেন পলাতক রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী থানা ওসি।

নিহত সাবিনা মেহেরপুর গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের কুমারীডাঙ্গা গ্রামের গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে।  

বুধবার (২৬ অক্টোবর) সকালে স্বামীর ঘরে সাবিনার রক্তাক্ত লাশ দেখতে পায় প্রতিবেশিরা। তখন তারা গাংনী থানাকে জানালে তখন পুলিশ এসে লাশ উদ্ধার করেন। পরে পুলিশ  লাশটিকে ময়না তদন্তের জন্য মেহেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয়রা বলেন, বিদ্যুত ও সাবিনার গত এক মাস আগে পারিবারিক সম্মতিতে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের  মধ্যে মনোমালিন্য লেগেই থাকতো। মঙ্গলবার সন্ধ্যারাতে সাবিনার বাবার পরিবারের লোকজন এসে তাদের মনোমালিন্য বিষয়টি মীমাংসা করেন। সাবিনার স্বামী বিদ্যুত হোসেন তাকে হত্যা করে পালিয়ে গেছেন বলে ধারণা।

ইত্তেফাক/জেএ/এনএ/এএইচপি